এস আলমের সুগার মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্টান এস, আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। সোমবার (০৪ মার্চ) বিকেল ৪টার দিকে এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ইউনিট যুক্ত হয়। এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, লামার বাজার, চন্দনপুরা, কর্ণফুলী ও কালুরঘাট স্টেশনের ১৮টি ইউনিট  কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে, বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এতে কোনো প্রাণহানি না হলেও কয়েকজন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান, এস আলম সুগার মিলের আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে।এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক সাংবাদিকদের জানান, ‘মিল চালু থাকা অবস্থায় আগুন চারদিকে ছড়িয়ে যায়। ভেতরে কেউ আটকা পড়েছে কি না বা কোথায় থেকে আগুনের সূত্রপাত এর কিছুই জানতে পারিনি। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসকে সহায়তা করার চেষ্টাকরছি।’গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ টন চিনির কাঁচামাল ছিল, যা পুড়ে গেছে বলে আশঙ্কা করছি।’
উল্লেখ্য, গত শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে বাকলিয়া থানার পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন ‘‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’’ হিমাগারে আগুন লেগেছিল।ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের দশটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেয়ার করুন:

Recommended For You