প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ- শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

গত বৃৃহস্পতিবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টি-টোয়েন্টির এই সিরিজে নতুন করে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলি অনিক।

আজ (সোমবার) সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে টাইগার একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৩ ম্যাচে সবসময়ই দেখা গিয়েছে রানের বন্যা। টি-টোয়েন্টিতে মুখোমুখি ম্যাচে দুই দলই ১৫০ এর নিচে স্কোর করেছে এমন ম্যাচ হয়েছে মোটে ৩টি।

দুই দলের সম্ভাব্য একাদশ : 

বাংলাদেশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: 

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিষকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা।

শেয়ার করুন:

Recommended For You