গাড়ির বক্সের ভিতরে লুকানো ২৭৯ বোতল ফেনসিডিলসহ আটক ১

কুষ্টিয়ার মিরপুরে আগলামন গাড়ির ভিতরে বক্স বানিয়ে লুকিয়ে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে রফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় আগলামন গাড়ির বক্সের ভিতর থেকে ২৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। 
রবিবার (৩ মার্চ) দুপুরের দিকে মিরপুরের জিয়া সড়কস্থ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সামনে থেকে আগলামনসহ তাকে আটক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, এসআই মাসুম বিল্লাহ, এএসআই শাহজাহান ও সঙ্গীয় ফোর্স। আটককৃত মাদক কারবারি রফিকুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, আগলামনের চালকের আসনে বিশেষ কায়দায় ফেনসিডিল গুলো লুকিয়ে রাখা হয়েছিল। ফেনসিডিলের এ চালান রাজবাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

Recommended For You