জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের গুলশানের বাসভবনের রাজনৈতিক কার্যালয় মিলনায়তনে সম্মেলন বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে।
শনিবার দুপুরে এই বৈঠক হয়। এ সময় সাতটি উপকমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পার্টির কো আহ্বায়ক কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার মিলন, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, উপদেষ্টা কুদ্দুস খান, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, ফখরুল আহসান শাহজাদা, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, দপ্তর সম্পাদক খোরশেদ আলম খুশু, জাপার কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রিমা।
বৈঠকে সিদ্ধান্ত হয় উপ-কমিটির আহ্বায়করা প্রয়োজন অনুযায়ী উপকমিটিগুলোতে সদস্য অন্তর্ভূক্ত করতে পারবেন।
সেগুলো হলো:
অর্থ উপ-কমিটি : আহ্বায়ক কাজী মো.মামুনূর রশিদ, সদস্য সচিব খন্দকার মনিরুজ্জামান টিটু, সদস্য পীরজাদা জুবায়ের আহমেদ।
গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি : আহ্বায়ক সুনীল শুভরায়, সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, সদস্য অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।
প্রচার উপ-কমিটি : আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম-আহ্বায়ক মাশুকুর রহমান মাশুক, শেখ রুনা।
শৃঙ্খলা উপ-কমিটি : আহ্বায়ক জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম-আহ্বায়ক ইয়াহহিয়া চৌধুরী সাবেক এমপি, মোস্তাকুর রহমান মোস্তাক।
অভ্যর্থনা উপ-কমিটি : আহ্বায়ক শাহনাজ পারভিন, যুগ্ম-আহ্বায়ক শাহিন আরা সুলতানা রিমা।
আপ্যায়ন উপ-কমিটি : আহ্বায়ক হাজী নাসির উদ্দিন সরকার, যুগ্ম-আহ্বায়ক সুজন দে, এস এম হাশেম।
সাংস্কৃতিক উপ-কমিটি : আহ্বায়ক জাহানারা চৌধুরী ঝর্ণা, সদস্য সচিব মো. তৌহিদুর রহমান খাঁন।