
ঢাকার বেইলী রোডে আগুনে পুড়ে নিহত উখিয়ার মরিচ্যার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ছেলে শাহ জালাল ও তাঁর স্ত্রী, সন্তানদের মরদেহ এসে পৌঁছেছে। শনিবার (০২ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে শাহ জালালের শ্বশুর বাড়ি রামুর ফতেখাঁরকুলে এসে পৌঁছায়। পরে সেখান থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হবে তাদের গ্রামের বাড়ি উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যায়।
রামুতে তাদের মরদেহ পৌঁছানোর সাথে সাথে মরদেহ ঘিরে চলছে স্বজনদের শোকের আহাজারি। মরদেহ দেখতে আত্নীয় স্বজনরা ভিড় করছেন। এসময় শোকাহত পরিবেশ তৈরী হয়। এর আগে শাহ জালালের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিহতদের মরদেহ নিয়ে কক্সাজারের উদ্দেশ্যে রওনা দেন তাঁদের স্বজনরা। পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল রোববার (৩ মার্চ) মরিচ্যা মু্ক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ টায় নিহতদের জানাযার নামাজ অনুষ্টিত হবে।