বেইলি রোডে অগ্নিকাণ্ডের আসল রহস্য উদঘাটন করে ব্যবস্থা নিন

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায়
ইসলামী আন্দোলনের আমীরের শোক
বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে ৪৬ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক করেছেন।

শুক্রবার (১ মার্চ) এক শোকবার্তায় ইসলামী আন্দোলনের আমীর বলেন, গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারীতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠছে। যা অত্যšত্ম হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকগণ জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, দেশে আইনের শাসন না থাকলে দূর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। অতীতের কোন অগ্নিকান্ডেরই আসল রহস্য উদঘাটন হয়নি। ফলে সমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দূর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।

তিনি বলেন, গতরাতে বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও শোকাভিভূত। পীর সাহেব চরমোনাই তার শোকবার্তায় অগ্নিকান্ডে নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে আহতদের আশু সুস্থতা কামনা করেন।

Recommended For You