সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার তিন

কিশোরগঞ্জে সংঘবদ্ধ  ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার তিনজনের মধ্যে পাপ্পু (২৭) কিশোরগঞ্জ শহরের এতিমখানা এলাকার মৃত দুলালের ছেলে, মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন(২৩) নগুয়া এলাকার হারুন অর রশিদের ছেলে ও মো. মারজান(২১) শহরতলীর বগাদিয়া এলাকার মো. মানিনের ছেলে।
বুধবার ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শহরের বত্রিশ এলাকার জেলা স্মরণী মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান,র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। তিনি জানান, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাতের আঁধারে সাধারণ মানুষকে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা টাকা ও মোবাইলসহ ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নিতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতার আসামিগণ জানান যে, তারা এলাকার কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ছিনতায়ের মতো অপকর্ম করতেন।উল্লেখিত তারিখ ও সময়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে সমাবেত হয়েছিলেন। ছিনতাইয়ের মতো অপকর্মের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
শেয়ার করুন:

Recommended For You