নওগাঁর ধামুইরহাটের মুকুন্দুপুর থেকে বিপুল পরিমান বাংলা মদসহ মাদক কারবারী অমল কে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে বারো ঘটিকায় ১০১৫ লিটার বাংলা মদসহ মাদক কারবারী নওগাঁ জেলার ধামুইরহাট থানার মোকন্দপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্র মালির ছেলে শ্রী অমল চন্দ্র মালি (৪৫)কে গ্রেফতার করে।
অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন মুকুন্দুপুর এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।