মুখ্যমন্ত্রী হতেই মরিয়ম নওয়াজের কাছে বিচার চাইলেন ক্রিকেটার আমির

সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। তিনিই পাকিস্তানের ইতিহাসে পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী। 

এদিকে, মুখ্যমন্ত্রী হতেই তার কাছে বিচার চাইলেরন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির। দেশটির মুলতানে পিএসএল-এর একটি ম্যাচ চলাকালে পরিবারের সদস্যরা দুর্ব্যবহারের শিকার হওয়ায় মুলতানের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে এই অভিযোগ করেন পাকিস্তানের সাবেক এই পেসার। তবে কোন ম্যাচে এ ঘটনা ঘটেছে, সেটি জানাননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে আমির লিখেছেন, “মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য ব্যবহারে বিস্মিত। তিনি আমার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, দাম্ভিকভাবে মাঠের মালিকানা দাবি করেছেন এবং ম্যাচের মধ্যে অন্যায়ভাবে আসন থেকে তাদের তুলে দিয়েছেন। ক্ষমতার এই অপব্যবহার অসহ্য! ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মরিয়ম নওয়াজ (নাম ট্যাগ করে) আশা করি আপনি ব্যবস্থা নেবেন।”

আমিরের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মুলতানের ডেপুটি কমিশনারের আচরণের সমালোচনা করেছেন।

 সূত্র: জিও টিভি 

শেয়ার করুন:

Recommended For You