সৌদিতে একদিনে সাতজনের শিরশ্ছেদ

সৌদি আরবে সন্ত্রাসবাদের’ অভিযোগে একদিনে সাতজনের শিরশ্ছেদ রা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারিশিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে  ২০২২ সালে এক সঙ্গে  দেশটিতে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। ওইদিনের  আজই আবার একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করলো দেশটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত জানা যায়, এই সাতজন সন্ত্রাসী সংগঠন তৈরি  অর্থায়নের” অভিযোগে অভিযুক্তহয়েছিলেন।

এদিকে বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দি দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে য়েছে সৌদি আরব।  বছর এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের শিরশ্ছেদ রা হয়েছে। এর আগে ২০২৩ সালে সৌদিতে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করাহয়েছিল। দুই বছর আগে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করার পর বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব।

আজ যাদের মৃত্যুদণ্ড কার্যকরা রা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিতকরছে তারা সবাই সৌদি নাগরিক ছিলেন বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে ।

শেয়ার করুন:

Recommended For You