মেলা বন্ধের দাবীতে ডিসি ও ইউএনওকে স্মারকলিপি প্রদান

লক্ষ্মীপুরের রায়পুরে দেশীয় পণ্য ও শিল্প মেলা বন্ধের দাবীতে রায়পুর গাজী সুপার মার্কেট, মিয়াজী সুপার মার্কেট, নিউ মার্কেট ও বিভিন্ন ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলার দুই সহস্রাধিক ব্যবসায়ী ও দোকান কর্মচারী সকালে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংশ্লিষ্টরা।
পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব  মামুনুর রশীদ,রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বরাবর স্মারকলিপি প্রদান করে৷ পরে দুপুরে লক্ষীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর  কার্যালয়ে  স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।
সকালে মানববন্ধন চলাকালে রায়পুর গাজী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভাট শিপলু বলেন, রায়পুরের এই মেলা অবিলম্বে বন্ধ করা দরকার। রায়পুরের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। রমজানের আগেই মেলা বন্ধের দাবি জানায়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর গাজী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান। নিউ মার্কেট সভাপতি, ইকবাল হোসেন সাধারণ সম্পাদক, আমির হোসেন। মিয়াজি সুপার মার্কেটের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক আবদুল খালেক, ব্যবসায়ী রাশেদ খান লিমন ,জহির খান ,কাউছার আলম প্রমুখ।
মেলার আয়োজক কমিটির সভাপতি  মিজানুর রহমান গণমাধ্যমকর্মীদের  বলেন,আমি এমপি, ডিসি, এসপি,ইউএনও,আওয়ামীলীগনেতা, সাংবাদিক সহ সকল নেতাকর্মীদের  ম্যানেজ করে মেলা চালিয়ে যাচ্ছি। আপনাদের যা লেখার লিখেন আমার কিছুই আসে যায়না।

Recommended For You