বইমেলায় পাওয়া যাচ্ছে তুষারের কাব্যগ্রন্থ হাওয়াই-মিঠাই

অমর একুশে বইমেলা ২০২৪-এ তুষারের প্রথম এবং ছোট্ট কাব্যগ্রন্থ “হাওয়াই-মিঠাই” ই-বুক আকারে প্রকাশিত হয়েছে। যাতে স্থান পেয়েছে ১৫টি ভিন্নধর্মী কবিতা। ইসলামী ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে  ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার আহমেদ।    

বইমেলার ১৫ নম্বর স্টল পুঁথিপল্লবে এই বই পাওয়া যাচ্ছে। সেখান থেকে কিউ-আর কোড স্ক্যানের মাধ্যমে পাঠকরা বই পড়তে পারবেন। বইটি সম্পর্কে লেখক তুষার বলেন, যদিও বাংলাদেশে বই হিসেবে ই-বুকের ধারণা অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। তবুও পাঠকেরা আমার “হাওয়াই-মিঠাই”কে যথেষ্ট আগ্রহ এবং কৌতুহলের সাথেই গ্রহণ করছে।

সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বইটা প্রদর্শনীর জন্য রাখা হয়েছে (২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বইমেলায় ১৫ নম্বর স্টলে। মেলা থেকে কিংবা আমার ফেসবুক প্রোফাইল থেকে হাওয়াই-মিঠাই (ই-বুক) টি অনায়াসে সংগ্রহ করা যাবে।

শেয়ার করুন:

Recommended For You