ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, ইসলামের সৌন্দর্য মানুষ বুঝতে না পারায় ইসলাম থেকে দূরে।
এজন্য ইসলামের কল্যাণকর দিকগুলো জাতির সামনে তুলে ধরে তাদেরকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করতে হবে। তিনি বলেন, ইসলাম একটি কল্যাণকর জীবন ব্যবস্থার নাম। ইসলাম যে দেশে বা রাষ্ট্রে আছে সেখানে মানুষ খুব সুখে শান্তিতে আছে। কাজেই ইসলাম শান্তি ও কল্যাণ এবং মানবতার ধর্ম। ইসলামী শিক্ষা ও আদর্শ থেকে দূরে থাকায় সারাদেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। ইসলাম না মানায় মানুষ ক্রমেই হিংস্র হয়ে উঠছে। কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। এজন্য ইসলামের প্রতি ছোট বেলা থেকেই আকৃষ্ট করে গড়ে তুলতে হবে। মানুষের বুনিয়াদ ঠিক থাকলে কখনো বিপদগামী হয় না। ছোট থাকতেই কোরআন শিক্ষাসহ ইসলামের মৌলিক শিক্ষাগুলে দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা দক্ষিণ থানাধীন ৬৪নং ওয়ার্ডের বাঁশেরপুল শাহজালাল রোডস্থ একটি মিলনায়তনে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। ৬৪নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডেমরা দক্ষিণ থানা সভাপতি আলহাজ্ব এমদাদুল হক, সেক্রেটারি আলহাজ্ব আব্দুল হাকিম, ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।