ফেনী পৌরসভায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন

ফেনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে এক কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে কামাল হাজারী সড়ক ও শহীদ বদরুদ্দোজা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ২৪ (ফেব্রুয়ারি) সন্ধ্যায় কদলগাজী রোড়ের গ্রামিন ফোন টাওয়ার সংলগ্নস্থানে সংস্কার কাজের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি সংস্কার করা। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে এবং এই এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আশা করছি এই সড়কটি সংস্কার কাজের মাধ্যমে এলাকার মানুষের যাতায়াতে নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

পৌর মেয়র আরো বলেন, ফেনী পৌরসভাকে আধুনিকা ও স্মার্ট শহর হিসেবে গড়ে তোলান লক্ষ্যে নিজাম উদ্দিন হাজারীর পরামর্শে আমরা কাজ করছি। ইতিমধ্যে ফেনী পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। যেসকল ওয়ার্ডের সড়ক ও ড্রেন সংস্কার কাজ বাকি রয়েছে সেগুলি অতি দ্রুত সময়ে আমরা সম্পন্ন করব।


ফেনী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সিভিল বিপ্লব কুমার নাথ জানান,ফেনী পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কামাল হাজারী (আনিস পুকুর পাড়) সড়ক সংস্কার ৪শ মিটার সড়ক সংস্কান ব্যয় ৩২ লাখ টাকা।এই সড়কটি কদলগাজী সড়ক থেকে বিরিঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় পযর্ন্ত। এছাড়া শহীদ বদরুদ্দোজা সড়ক ৬১৫ মিটার সড়ক ও একটি ব্রিজ সহ সংস্কার ব্যয় ১ কোটি ৮ লাখ টাকা। এই সড়কটি মাস্টার পাড়া আলোকদিয়া সড়ক থেকে কদল গাজী তেমুহানী পর্যন্ত। এই সড়কগুলো সংস্কার কাজ পেয়েছেন করিম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী ৭ মাসের মধ্য এই সড়কগুলির সংস্কার কাজ সম্পন্ন করতে নির্দেশনা রয়েছে।

এ সময় ৩নং ওয়ার্ড কাউন্সিলর  কহিনুর আলম রানা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন তসলিম, নারী কাউন্সিলর হাসিনা আক্তার নিঝুম, ওয়ার্ড আওয়মাী লীগের সভাপতি মোতাহার হোসেন বাহার, পৌর আওয়ামী লীগের সহ সংগঠনিক সম্পাদ আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের সহ-সম্পাদক নুরুল করিম শিপন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, সহ-সভাপতি শাহেদ আকবর অভি, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recommended For You