আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবকের উপর হামলা

কুষ্টিয়ায় আদালত থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসিকুজ্জামান শুভ (৩৩) নামের এক যুবক হামলার শিকার হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা শুভকে আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা রাজ্জাক মোড় এলাকায় উক্ত ঘটনা ঘটেছে। আহত শুভ একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। 
এ বিষয়ে আহত আসিকুজ্জামান শুভ বলেন, একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে একাই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাজ্জাক মোড়ে পৌঁছলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার লোকজন আমার মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই (১৫-২০) জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আমাকে ফেলে তারা পালিয়ে যায়। হামলাকারী সবাইকে আমি চিনি।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটনের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে কয়েক দফায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পাল্টাপাল্টি মামলায় আসামি করা হয়েছে দুই পক্ষের সমর্থকদের।
অপরপক্ষের নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটন বলেন, এই হামলার নেতৃত্ব দিয়েছে ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা ও চরমপন্থী সন্ত্রাসী লাট্টু। তারাই এলাকায় অশান্তি সৃষ্টি করছে। হামলার অভিযোগের বিষয়ে জানতে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার মোবাইল ফোনে কল দেওয়া হলে বারবার কলটি কেটে দেন।
এবিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, আহত যুবকের হাত ও পায়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তা ছাড়া শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recommended For You