
কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ রোমাইপারা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে মা কাছিমের ৯০ টি ডিম উদ্ধার করে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে রোমাইপারা সমুদ্র সৈকতে অলিভ রিডলি প্রজাতির মা কাছিম ডিমগুলো ছেড়ে সাগরে ফিরে যায় মা কাছিম। ডিমগুলো সংগ্রহ করে কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে বলে নিশ্চিত করেন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এ্যাক্টিভিটি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর রিচার্স এসোসিয়েট সুলতান মাহমুদ।
তিনি জানান, আগামী ৬০-৬৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। এর আগে একই জায়গায় ২৩ ফেব্রুয়ারী একটি মা কাছিম ৫৩ টি ডিম পাড়ে। ইকোফিশের সাইন্টিস্ট ড. মোঃ শরিফ উদ্দিন জানান, কাছিম সমুদ্রের ময়লা আবর্জনা খেয়ে সমুদ্রকে পরিস্কার রাখে,জেলি ফিস/ নুইন্না খেয়ে মাছের বংশ বিস্তারে সহায়তা করে, সমুদ্রের খাদ্য শৃংখল সচল রাখে সামুদ্রিক পরিবেশ কে বিশুদ্ধ রাখে। সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষার জন্য কাছিম সংরক্ষণে সকল কে সচেতন হতে হবে ।