অসুস্থ বিমান যাত্রীকে ভারতে প্রবেশের অনুমতি না দিয়ে মানবতা বিরোধী কাজ করেছে

আবু তাহের নামের বিমান যাত্রীর উচ্চ রক্ত চাপের পাশাপাশি বমিসহ শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকা অসুস্থ বাংলাদেশি বিমান যাত্রীকে ঢুকতে না দিয়ে ভারত চরম মানবতাবিরোধী অন্যায় করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের অকৃতিম বন্ধু বলে বর্তমান সরকার মুখে ফণা তুললেও ভারত এ ঘটনায় চরম অপরাধ করেছে। যারা মুমুর্ষ একজন ব্যক্তিকে চিকিৎসার সুযোগ দিতে পারে না কেবলমাত্র মুসলমান হওয়ার কারণে, তারা আর যাই হোক বন্ধু হতে পারে না। এরা ইসলামের দুশমন, মানবতার দুশমন এবং বাংলাদেশের দুশমন। এই দুশমনদের বন্ধুরূপে গ্রহণের কোন সুযোগ নেই।
মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, ভারত অকৃতজ্ঞের দেশ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ থেকে একের পর এক শুধু নিয়েছে। বিনিময়ে সীমান্তে কখনো ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে, কখনো বর্ডার গার্ডকে নির্মমভাবে হত্যা করেছে। ভারতের এহেন মানবতা বিরোধী আচরণের ধিক্কার জানাই।

মহাসচিব বলেন, অসুস্থ যাত্রীর দুঃসময়ে পাকিস্তান অত্যন্ত মানবতার পরিচয় দিয়ে জরুরি বিমান অবতরণের অনুমতি দিয়েছে এবং যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেছে। বন্ধুরাষ্ট্র ভারতের কাছ থেকে জাতি এধরনের আচরণ অবাক বিস্ময়ে দেখেছে। যা অত্যন্ত লজ্জাজনক অধ্যায়। ভারতের এহেন অমানবিক আচরণের জন্য বাংলাদেশ সরকারের জোড়ালো প্রতিবাদ জানানো উচিত। তা না হলে সরকারের আসল রূপ প্রকাশ পাবে।

শেয়ার করুন:

Recommended For You