ফাগুনের শুরুতেই এক পশলা বৃষ্টি

ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বিকাল ৪টার পর দমকা হাওয়াসহ বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। বৃষ্টির কারণে কোথাও কোথায় যানজটের সৃষ্টি হয়। রাস্তায় এছাড়া ঢাকার বাইরের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানা যায়।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ২৩ মিলিমিটার। এছাড়া বরিশালে ১৫, চাঁদপুরে ৭,  ভোলা ও রাজারহাটে ৩, ফেনী,  শ্রীমঙ্গল,  ডিমলা ও মাদারীপুরে ১, রংপুর, যশোর,  চুয়াডাঙ্গা ও দিনাজপুরে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা (১-২) সেলিসিয়াস বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় তা সামান্য হ্রাস পেতে পারে।

 

শেয়ার করুন:

Recommended For You