ইশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস উদযাপন

চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের প্রাচীনতম প্রাথমিক বিদ্যালয় “হাবিলাসদ্বীপ ইশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়”এ আজ একুশ ফ্রেব্রুয়ারী মহান শহীদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছেন।
সকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সসদ্য সদস্যা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে খালিপায়ে প্রভাত ফেরি,জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,পরে শহীদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস তাপসী বড়ুয়া’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু তাপন কৃষ্ণ দেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক বাবু অরুপ চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির, সদস্য দিদারুল আলম, পরিচালনা কমিটির সদস্যা শিক্ষিকা মিনু আরা বেগম, কমিটির সদস্যা লিজা বিশ্বাস। অন্যান্যদের মধ্যে শহীদ দিবসের গুরুত্বও তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আরা আলম, শিক্ষিকা মুক্তা আকতার প্রমূখ।
শেয়ার করুন:

Recommended For You