শেরপুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তর থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাত ১২.০১ মিনিটে সরকারের পক্ষে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। পরে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসনের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম , পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ফুলেল শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, স্কুল কলেজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় যথাযোগ্য মর্যদায় এ দিবস পালিত হওয়ার খবর পাওয়া গেছে।