কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বত্র বাংলা ভাষা চালুর প্রত্যয় নিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও মহান ভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ২১শের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, চিলমারী মডেল থানা, উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় পার্টি, বিএনপি, চিলমারী প্রেসক্লাব সহ বিভিন্ন স্কুল, কলেজ, রাজনৈতিক ও সমাজিক সংগঠন। পুষ্মমাল্য অর্পন শেষে শহীদদের স্মরনে আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য  অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম লিচু, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. জামিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক বদিউজ্জামান বদরুল প্রমুখ।
 অপর দিকে বিভিন্ন  স্কুলের শিক্ষার্থী ও শিশুদের অংশগ্রহনে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও  র‌্যালি বের করে।
শেয়ার করুন:

Recommended For You