কুতুবদিয়া উপজেলা বাপা’র কমিটি অনুমোদন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাপা কক্সবাজার জেলা কমিটি। এসময় বাপার নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাপার অস্থায়ী কার্যালয়ে সম্মেলন পরবর্তী আংশিক কমিটি ঘোষণা করেন বাপার কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম। উক্ত কমিটিতে সাংবাদিক হাছান কুতুবী, লিটন কুতুবী ও এম,এ, মান্নানকে উপদেষ্টা , দৈনিক সকালের সময় প্রতিনিধি নজরুল ইসলামকে সভাপতি, আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাশেমকে সাধারণ সম্পাদক ও কক্সবাজার বার্তা প্রতিনিধি হাসান মাহমুদ সুজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাপা জেলা সভাপতি এইচ.এম এরশাদ, সহ-সভাপতি ইমাম খাইর, সদস্য রুহুল কাদের শিলু, জনকণ্ঠের কুতুবদিয়া প্রতিনিধি এম,এম,হাছান কুতুবী, ডেইলি ইন্ড্রাস্টির স্টাফ রিপোর্টার এস,কে লিটন কুতুবী, দৈনিক ভোরের কাগজের কুতুবদিয়া প্রতিনিধি সম্পাদক এম,এ মান্নান, সদর বাপা সভাপতি এনামুল হক চৌধুরী, উখিয়া বাপার সভাপতি আয়াজ রবি প্রমুখ।

 

Recommended For You