কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শিল্পী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন, নিরতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কমকতা প্রণয় বিশান দাস, সিনিয়র শিল্পী জগদীশ চন্দ্র বর্মন, উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ আব্দুল করিম, উপজেলা শিল্পী সমিতির আহ্বায়ক মোঃ জাহিদ আনোয়ার পলাশ, শিল্পী ভবতরণ বর্মন, মহব্বত আলী মজনু, আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ টেলিভিশনে লোক সংগীতে ভবতরন বর্মন, আধুনিক, নজরুল সংগীত ও পল্লীগীতিতে মোঃ আনোয়ারুল ইসলাম এবং আধুনিক গানে মোঃ মহব্বত আলী মজনু তালিকাভুক্ত হওয়ায় সন্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।