বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ক্রমাগত দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে জনগণ। মাহে রমজানকে সামনে রেখে এখন থেকেই সরকারের সিন্ডিকেট চক্র জনগণের পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠছে।’
সোমবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ আর অর্থবিত্তের পুকুরে সাঁতার কাটছে সরকারের লোকজন। বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যারা পণ্যের দাম বাড়াচ্ছে সবাই সরকারের লোক।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাধীনতা নেই। তিনি জড় পদার্থে পরিণত হয়েছেন।’ রিজভী বলেন, ‘রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন অস্ত্র নির্ভর দলে পরিণত হয়েছে। ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে।’