
আশুলিয়ার বাঁশবাড়ি এলাকার হাজী জান মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালেয়র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার সরকারি কলেজের সাবেক অধ্যাক্ষ ও হাজী জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর (অবঃ) মোঃ আব্দুল হালীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ ইমতিয়াজ, সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহ্বায়ক মহসিন করিম, ধামসোনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার শফি উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় খেলা অংশ নেওয়া বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।