মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ পদ নাটক পরিষদের কর্মসূচি

একুশে ফ্রেব্রুয়ারী মহান শহীদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ পদ নাটক পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে একুশের চেতনাও দেশাত্মবোধ বিষয়ক ছয়টি পদ নাটকের আয়োজন করেছে।

আগামী  একুশে ফ্রেব্রুয়ারী বিকাল ৩টায় চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন বটতলী চত্বরে “একুশে পথ নাট্যোৎসব ” ২০২৪ এর ব্যানারে চট্টগ্রামের স্বনামধন্য ছয়টি নাট্য সংস্হা বা নাট্যদল এই নাটক গুলো পরিবেশন করবে।                   
১) চট্টল থিয়েটার : এবারের সংগ্রাম।
২) থিয়েটার স্লোগান  : সংবাদ কার্টুন।
৩) চট্টগ্রাম থিয়েটার : কালা চান
৪) অনন্য থিয়েটার : কাকতাড়ুয়া
৫) আসর নাট্য সম্প্রদায় : ক্ষ্যাপা পাগলার প্যাচাল।
৬) বীজন নাট্য গোষ্ঠী : চতুর ভোলা
২১ শে ফেব্রুয়ারী বিকাল ৩টায় চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন বটতলী চত্বর সকল নাট্যজন সাংস্কৃতিক কর্মীও মননশীল ব্যক্তির মিলনমেলা হবে ঐতিহাসিক এই বটতলী চত্বর। সবাইকে যথাসময় উপস্থিত থাকতে এবং সার্বিক সহযোগীতা করতে বাংলাদেশ পদ নাটক পরিষদ চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

Recommended For You