অক্সিজেনের অভাবে যুদ্ধ-বিধ্বস্ত গাজার একটি হাসপাতালে শুক্রবার চারজন রোগী মারা গেছেন। হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছিল। হামাস-চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় বলেছে, ‘কমপ্লেক্সের জেনারেটর বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।’দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একটি নার্সারিতে নিবিড় পরিচর্যায় থাকা আরও ছয় রোগী ও তিন শিশুর জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা মনে করি রোগী ও কর্মীদের জীবনের জন্য দায়ী ইসরায়েলি দখলদারিত্ব। কমপ্লেক্সটি এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
সূত্র : এএফপি