
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে ৩টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দপত্র বিতরণ ও চুক্তি সাক্ষর করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে স্মার্ট রাজশাহী ইনোভেশন চ্যালেঞ্জ – ২০২৩ এর বিজয়ী দলের মাঝে প্রাইজ মানি বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শিক্ষা নগরীর পদ্মাপাড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক রাজশাহীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পলক জানান, পার্কের ৩১ একর জায়গায় প্রায় ১০ থেকে ১৪ হাজর তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য পূরণে আরো ৫-১০ বছর সময় লাগবে। এখানে অবস্থিত জয় সিলিকন টাওয়ারের ৪ লাখ বর্গফুটের বিজনেস স্পেসে ১৬টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার বর্গফুট জায়গা দেয়া হয়েছে। আরো একটি করে ফ্লোর প্লাগ অ্যান্ড প্লে এবং স্মার্টআপদের জন্য দেয়া হয়েছে। এভাবেই গত ৫০ বছরে এই নগরীতে যে উন্নয়ন হয়নি বিগত ১০ বছরে তার চেয়ে ১০০ গুণ উন্নতি হয়েছে।
অনুষ্ঠানে ফাইভ স্টার হোটেল নির্মাণের জন্য সাইমন বিচ রেস্টুরেন্ট লিমিটেড, আইটি বিজনেস করার জন্য ফিউচার টেক এবং রিয়াল স্টার ইন্টারন্যাশনাল লিমিটেডকে স্পেস বরাদ্দ প্রদান করা হয়। ওয়েলথি লাইফ পয়েন্ট লিমিটেড, মিক্সবাইট, বর্তনী, মেঘনাদ টাইমস, এটুজেড বিজ-কে জয় সিলিকন টাওয়ারে স্টার্টআপ প্রতিষ্ঠানের অনুকূলে ফ্রি স্পেস বরাদ্দ প্রদান করা হয়। এছাড়া ফিউচার টেক, নেট্রো ক্রিয়েটিভ এবং বিজনেস অটোমেশন লিমিটেড এর মধ্যে চুক্তিস্বাক্ষর সম্পাদিত হয়েছে।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী’র প্রকল্প পরিচালক এ. কে. এ. এম. ফজলুল হক উপস্থিত ছিলেন।