কক্সবাজারে ৫৩ কেন্দ্রে এসএসসিতে বসবে ৩০ হাজার ৩১৮ শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। শিক্ষার্থীদের পাশাপাশি প্রস্তুতি শেষ পর্যায় পরীক্ষা বোর্ডেরও। কক্সবাজার জেলায় এবার ৩০ হাজার ৩১৮ শিক্ষার্থী অংশ নিচ্ছে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায়। 
জেলা প্রশাসনের শিক্ষা শাখা হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৫৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রের মধ্যে এসএসসি পরিক্ষা কেন্দ্র ৩১ টি, দাখিল পরিক্ষা কেন্দ্র ১৪ টি, কারিগরি পরিক্ষা কেন্দ্র ৮টি।জেলায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২১ হাজার ৮৯৭ জন, দাখিলে ৬ হাজার ৯৪৪ জন,  কারিগরিতে ১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী বলে জানা গেছে। কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, পরীক্ষার অন্যান্য প্রস্ততি শেষ হয়েছে, সুষ্ঠু, সুন্দরভাবে পরিক্ষার্থীরা পরিক্ষায় অংশ নিতে পারবে। সীমান্তের উত্তেজনায় বান্দরবানের ঘুমধুমের কেন্দ্র পরিবর্তন হলেও কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় সব কেন্দ্রই অপরিবর্তিত আছে বলে জানান নাছির উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, জেলার সকল কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরিক্ষা কেন্দ্রে নির্বাহী মাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং পরিক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশেপাশে জারি থাকবে ১৪৪ ধারা। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।
শেয়ার করুন:

Recommended For You