
উইল জ্যাকসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৪০ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।
টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও উইল জ্যাকস। ৮৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। মারমুখী ব্যাটিংয়ে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি তুলে নেন লিটন। দ্রুতই জোড়া উইকেট হারায় কুমিল্লা। ৩১ বলে ৬০ রান করে সাজঘরে ফিরে যান লিটন। আর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়।
এরপর ক্রিজে এসেই আউট হন ব্রুক গেস্ট। তার বিদায়ের পর ক্রিজে আসা মইন আলিকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জ্যাকস। চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার, ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাকস। অন্যদিকে ঝড়ো ফিফটি তুলে নেন মইন আলি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রানের বিশাল সংগ্রহ পায় কুমিল্লা। মইন ২৪ বলে ৫৩ ও জ্যাকস ৫৩ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন।