
ফেনীতে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিদ রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব ও জহির উদ্দিন মাহমুদ মুকুট, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজম চৌধুরী, আবুল কালাম পাটোয়ারী, রিয়াজ উদ্দিন রবিন প্রমুখ। ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় অতিথিরা বেলুন উড়িয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন।

ক্রিকেট উপকমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিদ রাজিব জানান, এবারের প্রতিযোগিতায় ফেনীতে ২০টি দল অংশ নিয়েছে। প্রতিদিন সকালে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রতিযোগিতা চলবে। প্রতিদিনই প্রতিযোগীদের মাঝে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করা হবে।