সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান

সাভারে একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কারখানা সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে অবস্থিত আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে শ্রমিকরা কর্মসূচি পালন করেন। 

শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ না করে টালবাহানা করেছে। এছাড়া কর্তৃপক্ষ জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের ছাটাই করেছে। পাওনাদি পরিশোধের দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা।

ভুক্তভোগী এক শ্রমিক বলেন, আমাদের হঠাৎ করেই কর্তৃপক্ষ ছাঁটাই করেছে। কিন্তু কারখানার কর্তৃপক্ষ আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের গালিগালাজ করে সরিয়ে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা রাসেল প্রামানিক, জান্নাতুল ফেরদৌসী আঁখি, এমদাদুল ইসলাম এমাদ, রতন হোসেন মোতালেব, আলী আকবর খান রমজান, নজরুল ইসলাম, দীপা আক্তারসহ ছাটাইকৃত শ্রমিকরা।

শেয়ার করুন:

Recommended For You