আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

‘আমিন, আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।  

রবিবার (১১ ফেব্রুয়ারি) সোয়া ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাত শেষ হয় ১১টা ৪৩ মিনিটে।

মোনাজাতে মাওলানা ইউসুফ বিন সাদ বলেন, হে আল্লাহ সারা দুনিয়ার সব মোমিন-মোমিনাত নারী-পুরুষকে ক্ষমা করে দিন। আমাদের তওবাগুলোকে কবুল করে নিন। দুনিয়ার সব মানুষকে মঙ্গল ও কল্যাণ দান করুন। হে আরশের অধিপতি আমাদের ইসলামের প্রতি ঈমান দৃঢ় করে দিন। আমাদের হকের ওপর থাকার তৌফিক দিন। বাতিলকে ধ্বংস করে দিন। দুনিয়ার সব ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। সব মানুষের কল্যাণ দান করুন। আমাদের জান্নাত দান করুন আর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি দিন।

দীর্ঘ এ মোনাজাতে তিনি বিশ্ব শান্তি ও সম্প্রতির আর্জি জানিয়ে বলেন, হে আমাদের রব আপনি বড় মেহেরবান। আপনি আমাদের প্রতি রহম করুন। আমাদের সব গুনাহ মাফ করে দিন। আপনার ভালোবাসা আর ভয় অন্তরে দিয়ে দিন। আমরা দুর্বল আমাদের সক্ষম করে দ্বীনের কাজে নিন। আমাদের ওপর রাজিখুশি হয়ে যান। সারা দুনিয়ার আলেমদের হেফাজত করুন। দুনিয়ার সব পেরেশানি থেকে আপনার বান্দাদের মুক্তি দিন। হে আমাদের রব এ ইজতেমাকে কবুল করুন। যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছে তাদের সবাইকে মাফ করে দিন। তাদের ওপর রাজি হয়ে যান। ইখলাসের সঙ্গে এবাদত করার তৌফিক দিন। মসজিদগুলোকে আবাদের শক্তি দিয়ে দিন। সাহাবীওয়ালা একীন আর নবীওয়ালা জীবন দিন। আমাদের সব কাজকে সহজ করে দেন। সব কঠিন অসুখ থেকে আমাদের হেফাজত করুন।

দ্বিতীয় পর্বের ইজতেমায় ৫৬ দেশের ৬ হাজার ২৪৯ জন বিদেশি মেহমান অংশ নেন। এর মধ্যে আরবি ভাষাভাষীর ৪২৫ জন, ইংরেজি ভাষাভাষীর ২ হাজার ১২৪ জন, উর্দু ভাষাভাষীর ১ হাজার ৬৩০ জন এবং অন্যান্য ভাষাভাষীর ২ হাজার ৭০ জন।

শেয়ার করুন:

Recommended For You