কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম্য সালিশে সার্ভেয়ার আঃ মালেক হত্যা মামলার অন্যতম আসামী ছোটন মিয়া(৩২)কে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
শনিবার পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে পাকুন্দিয়া উপজেলার পূর্ব কুমারপুরের গ্রাম্য সালিশে সার্ভেয়ার আঃ মালেক হত্যা মামলার আসামী ছোটন মিয়া(৩২)কে কটিয়াদী উপজেলার জালালপুর এলাকা হতে গ্রেফতার হয়।
আটক আসামী ছোটন মিয়া (৩২) পাকুন্দিয়া উপজেলার পূর্ব কুমারপুর এলাকার মৃত আইজ উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত আসামী ছোটন মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এই পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা রজু করা হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামী ছোটন আব্দুল মালেক হত্যার ঘটনায় জড়িত এজাহার নামীয় ২নং ক্রমিকের আসামি।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বেলা অনুমান আড়াইটায় মামলার আসামিগণ পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর ভিকটিম আ:মালেক এর বাড়ির পাশের রাস্তায় তার উপর আক্রমণ করে মারধর করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আ:মালেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত অনুমান ৯:১৫ ঘটিকায় মারা যান।