৩ মাস পর মুক্তি পেলেন বিএনপি নেতা

তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাগারে ফটকে এমরান সালেহ প্রিন্সকে ফুল দিয়ে বরণ সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি নেতারা। এমরান সালেহ প্রিন্স কারাগার থেকে বের হয়ে সরাসরি কলাবাগানের বাসভবনে গিয়েছেন।

মুক্তির পর প্রিন্স জানান, ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি জানান, তিনি বেশ অসুস্থ, চিকিৎসা নেবেন। গত ৪ নভেম্বর রাজধানীর বাড্ডার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এমরান সালেহ প্রিন্সকে।

 

শেয়ার করুন:

Recommended For You