চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে ‘পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান।

আরো উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান মল্লিক ও বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আবু জামাল। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন বিআরটিএ’র সিল ম্যাকানিক ও ড্রাইভিং প্রশিক্ষক মো. জাকির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নেজারত ডেপুটি কালেক্টর তার বক্তৃতায় বলেন, গাড়ির যাত্রীদের জীবন যেমন চালকদের হাতে, তেমনি নিজের জীবনও তাদের হাতে। এজন্য চালকদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।  এ সময় বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আতিয়ার রহমান রোড সাইন ও ট্রাফিক সিগন্যাল নিয়ে আলোচনা করেন।

 

শেয়ার করুন:

Recommended For You