ভোটের দিনেও পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটল। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই বিস্ফোরণ হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের দিনেও দেশটিতে জোড়া বিস্ফোরণ ঘটেছে। দেশটিতে দুই প্রার্থীর কার্যালয়কে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত ২৮ জন। আহত অর্ধশতাধিক। দেশটির স্থানীয় সময় আজ সকাল ৮টা থেকে দ্বাদশ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৫টি আসন ছাড়াও প্রাদেশিক পরিষদের ৫৯০টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এক প্রার্থীর মৃত্যুর কারণে ন্যাশনাল অ্যাসেম্বলির একটি আসন এবং তিনটি প্রাদেশিক আসনের ভোট স্থগিত করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা চারটি প্রদেশের কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তবে এরপরেও দেশটিতে আজ বিস্ফোরণ হলো।