কুষ্টিয়ায় দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” খ “সার্কেল এর উপ পরিদর্শক মোঃ রাসেল কবিরের নেতৃত্বে এবং বিভাগীয় টিমকে সাথে নিয়ে পরিচালিত অভিযানে প্রশাসনের সহযোগিতায় একটি দেশীয় অস্ত্র ও চায়না চাকুসহ মোহাম্মদ শরিফুল ইসলাম রফিক নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর থানাধীন মজমপুর এলাকায় মোহাম্মদ শরিফুল ইসলাম রফিকের বাড়িতে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে দরজা জানালা সব কিছু বন্ধ করে দেয়। অত:পর উপ-পরিদর্শক রাসেল কবির ৯৯৯-এ ফোন করে প্রশাসনের সহযোগিতায় বাড়ির মধ্যে প্রবেশ করে রফিকের শয়ন কক্ষের বালিশের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র ও চায়না চাকুসহ তাকে আটক করেছে। এ বিষয়ে উপ-পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।

অভিযান শেষে উপ-পরিদর্শক রাসেল কবির সাংবাদিকদের বলেন, আমরা একটি সংবাদ পেয়ে আসামীর বাড়িতে অভিযানে গিয়েছিলাম, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসেব। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। অস্ত্রসহ আসামীকে আমরা গ্রেফতার করেছি। পরবর্তীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করব এবং এই মাদক আমরা উদ্ধার করবই।তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Recommended For You