ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী ‘অন্যরকম এক আনন্দের দিন’ কর্মসূচি উদযাপন করা হয়েছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের লেকে পথশিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি মোঃ শাহীদ কাউসারের সভাপতিত্বে সাইফুল ইসলাম ও মুহাইমিনুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিআরসির সাবেক সভাপতি ইমদাম হোসেন, সাবেক সহ-সভাপতি আফসানা আক্তার মহুয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকাশও উম্মে সালমা বৃষ্টি, সাবেক সভাপতি রনি সাহা, তারুণ্যের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও বর্তমান সভাপতি মারুফ হোসেন, ইবি রোভার স্কাউটসের ইউনিট কাউন্সিলর মুসা হাসেমী, সিআরসির স্কুল পরিচালক মোঃ মশিউর রহমান প্রমুখ।
সিআরসির স্কুল পরিচালক মোঃ মশিউর রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাম ফর রোড চাইল্ড কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এইভাবেই শিশুদের জন্য সিআরসির কাজ করে এগিয়ে যাবে।’
ইবি রোভার স্কাউটসের ইউনিট কাউন্সিলর মুসা হাসেমী বলেন, ‘ক্যাম্পাসের প্রতিটি সংগঠন আত্ম উন্নয়নে কাজ করে যাচ্ছে কিন্তু সিআরসি সমাজ উন্নয়নের জন্য কাজ করে। সিআরসি আশা করছি সারাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখবে। সিআরসির সাবেক সভাপতি ইমদাম হোসেন ‘সংগঠনে আসতে হবে আত্ম প্রশান্তির জন্য। কোন পদ বা সার্টিফিকেটের জন্য সংগঠনে থাকা উচিত না। আশা রাখছি সিআরসি ভবিষ্যতে সমাজ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন।’
এ বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ শাহীদ কাউসার বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা কর্মসূচি পালন করে চলেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’