চুয়াডাঙ্গায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর দপ্তর প্রাঙ্গণে এসব ধ্বংস করা হয়।
গত এক বছরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের আটক করা এসব মাদকদ্রব্যের মধ্যে হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট রয়েছে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গত এক বছরে বিজিবির হাতে আটক হওয়া ৫ হাজার ৮১৮ বোতল ফেনসিডিলি, ১ হাজার ৩৫৯ বোতল ভারতীয় মদ, ২ বোতল বিয়ার, ৫৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৬৩৪ পিস ইয়াবা, ২ হাজার ৫৮০টি নেশাজাতীয় ট্যাবলেট, ২ হাজার ১৯৮টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ কেজি ৪৮৫ গ্রাম হেরোইন ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজারম‚ল্য ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, ৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল এমারত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরীন আক্তারসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।