আবারও বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের ৬৩ বিজিপির সদস্য

মিয়ানমারে চলমান সংঘাত থেকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিপি’র ৬৩ জন সদস্য টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে। তাদেরকে বিজিবি’র হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিয়ানমার বিজিপির সদস্যরা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে তারা ঢুকে পড়ে।

 

দেখা যায়, সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি তার মধ্যে বিজিপি’র সদস্যরা পালিয়ে আসেন। এদিকে গোলাগুলি ঘটনায় সীমান্তের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বর্তমানে তারা টেকনাফ ব্যাটালিয়ন হোয়াইক্যং বিওপির ক্যাম্পে তাদের হেফাজতে আছে।

Recommended For You