জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৭

বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) সকালে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের কলাইমুদাফাঁদ গ্রামে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন:- কলাইমুদাফাঁদ গ্রামের আ: হাকিমের ছেলে মাঈনউদ্দিন, আ: হামিদের ছেলে কিবরিয়া, আ: ছামেদের ছেলে আবুল, ইব্রাহিমের স্ত্রী রুবাইয়া, মৃত আলতাফ হোসেনের স্ত্রী ফরিদা, মৃত আঃ হামিদের স্ত্রী হোসনেয়ারা মৃত আলতাফের স্ত্রী জেসমিন।

অভিযোগ সূত্রে জানাযায় , দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিক বার সালিশ বৈঠকে যে যার দখলীয় জমি চাষ করার কথা বলে দিলে আজ জমি চাষ করতে যাওয়ার পরে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষরা এতে ৭ জন আহত হয়েছেন।

অভিযুক্তরা হলেন:- একই এলাকার মৃত তাজেলের ছেলে আনসার ও তার তিন ভাই নেছার,নুরুল ইসলাম,কালাম সহ জাকির,রফিক,মুন্না,মামুন,জাহিদ,নাঈম আরো অনেকে ছিলেন যাদেরকে কিনতে পারেন নি।

এ বিষয়ে অভিযুক্ত জাহিদ মুঠোফোনে বলেন, সংঘর্ষের ঘটনা স্বীকার করে আরো বলেন আমাদের অনেক লোক আহত হয়েছেন তারা বরিশাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বলেন , আমরা ঘটনার বিষয় শুনেছি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Recommended For You