
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী আবুল বাশার (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ফতেপুর গ্রামের দিঘীরপাড় এলাকায় ওয়ারিশ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর রামগঞ্জ থানা পুলিশ আবুল বাশারের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর বেগমসহ পুত্রবধূ দীপা ও মেয়ে রাফাকে আটক করেছে পুলিশ। নিহত আবুল বাশার ওই গ্রামের ওয়ারিশ বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আবুল বাশারের সঙ্গে তার স্ত্রী কোহিনুরের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছে।
আবুল বাশারের বড় বোন আমেনা বেগম বলেন, গত তিন দিন ধরে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। মঙ্গলবার সকালে ভাইয়ের সঙ্গে তার ঝামেলার একপর্যায়ে তাকে (আবুল বাশার) মারধর এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। এ সময় আমার ভাইয়ের স্ত্রী কোহিনুর, ছেলের স্ত্রী ও মেয়ে রাফা হাসপাতালে নিতে না দেওয়ায় বাড়িতেই তার মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।