প্রথমে রানের পাহাড়ে চাপা পড়েছিল দুর্দান্ত ঢাকা। বড় টার্গেটে খেলতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ঢাকার ব্যাটাররা। সাকিব আল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ১১৫ রানেই গুটিয়ে যায় মোসাদ্দেক হোসেনের দল।
এই ম্যাচে রানেও ফিরেছেন সাকিব। ২০ বলে ৩৪ রান আর বল হাতে ৩ উইকেট নিয়ে সাকিব হয়েছেন ম্যাচ সেরা।ঢাকার হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন মোহাম্মদ নাঈম শেখ। ৩১ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ২০ রানের ঘর ছাড়াতে পেরেছেন ঢাকার মাত্র একজন ব্যাটার।
শুরুতে ব্যাট করে ঢাকাকে ১৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর। এই জয়ের মধ্য দিয়ে রাইডার্সদের সেই অবস্থান আরো পোক্ত হয়েছে।
রংপুরের হয়ে ওপেনিংয়ে নেমে ২৪ বলে ৩৯ রানে ঝোড়ো ইনিংস খেলেন রংপুরের রনি তালুকদার। আর ধীরে সুস্থে ৪৩ বলে ৪৭ রানে ইনিংস খেলেছেন বাবর আজম। তিন ক্রিকেটারের ত্রিশ পেরোনো ইনিংসে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় রংপুর।