
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা।
হার দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল রংপুর। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে দলটি। এখন পর্যন্ত ৬ ম্যাচের ৪টিতে জয় পেয়েছে উত্তরবঙ্গের দলটি। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও খেই হারিয়েছে ঢাকা। এখন পর্যন্ত ৫ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে রাজধানীর দলটি।
দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী, শরিফুল ইসলাম, নাঈম শেখ, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, গুলবাদিন নাইব, চতুরঙ্গ ডি সিলভা, অ্যালেজেন্ডার ইয়ান রস ও সিয়াম আইয়ুব।
রংপুর রাইডার্স একাদশ: রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, ফজলে মাহমুদ রাব্বী, বাবর আজম, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ উমরজাই ও সালমান এরশাদ।