
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে মেলা ঘিরে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে এবারের বইমেলার স্থান পরিবর্তন হয়ে নগরীর ফুসফুস খ্যাত সিআরবির শিরীষতলায় অনুষ্ঠিত হবে।
মেলা কমিটির আহ্বায়ক ও চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ বলেন, শেষ মুহূর্তে শিরীষতলায় মেলা করার অনুমতি পাওয়ায় আমাদের প্রস্তুতি নিতে খুব তাড়াহুড়া করতে হয়েছে। তাই সবকিছু যোগাড় করতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, তা দিয়ে মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। তাছাড়া চসিকের ২টি গাড়ি দিয়ে ৪১ ওয়ার্ডে প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন লাগানো হচ্ছে।
এদিকে প্রচার প্রচারণার অভাবে গত কয়েক বছরের বই মেলা তেমন জমে উঠেনি বলে অভিযোগ প্রকাশকদের। তারা বলেন, বিগত কয়েকটি বইমেলার আয়োজন জিমনেশিয়াম মাঠে হওয়ায় নিরাপত্তা নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। সিআরবিতে যা নিশ্চিত করা জরুরি। চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় বসা এবারের ২১ দিনের বইমেলায় ১৩৭টি প্রকাশনা সংস্থার স্টলসহ মেলায় মোট থাকবে ১৬০টি স্টল।