ফেনীতে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক

”শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) ফেনী সদর উপজেলা সম্মেলন কক্ষে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থা, নারী ও শিশু মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং তথ্য আপা’র আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে এ বৈঠক হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এ কে এম শহিদ উল্যাহ খন্দকার।

ফেনী সদরের উল্লেখযোগ্য নারী উদ্যোক্তাদের মধ্যে থেকে নিজস্ব পন্য উপস্থাপন ও মতামত প্রদান করেন হ্যান্ডি ক্র্যাফট ফেনী এর সত্ত্বাধিকারী কাজী ফারজানা আক্তার, ফুড কোর্ট এর সত্ত্বাধিকারী জিসা তামান্না, রকমারি রান্নাঘর এর সত্ত্বাধিকারী সারমিন সুলতানা তারিন, শতরঙ্গন এর সত্ত্বাধিকারী উম্মে সালমা মিমি, ইসরাত বুটিক হাউসের সত্ত্বাধিকারী ইসরাত সারমিন, ফারজানাস ড্রিম ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী ফারজানা আফরোজ,আদোয়া কালেকশানের সত্ত্বাধিকারী মাহমুদা নাছরিন রাব্বানী, টেষ্টি বাইটের সত্ত্বাধিকারী ফারজানা মিশু, সুলতানাস ক্রিয়েশান এর সত্ত্বাধিকারী সুলতানা রাজিয়া রুমা প্রমুখ।

সদর উপজেলা তথ্য সেবা অফিসার তানজিনা আফরিনের সঞ্চালনায় নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠকে প্রশিক্ষক ছিলেন ই-কমার্স প্রশিক্ষক আল ইমরান।

তথ্য সেবা অফিসার তানজিনা আফরিন জানান, লাল সবুজ ডট কমে নারী উদ্যোক্তাদের রেজিষ্ট্রেশন এর জন্য এ প্রশিক্ষন জেলাব্যাপী দেয়া হচ্ছে। এরমধ্যে ফেনী সদর উপজেলায় উঠান বৈঠকে ৫০ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন।এ প্রশিক্ষণে নারীদের অনলাইন মার্কেটিং এর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, নারীদের এ উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার ক্ষেত্রে তথ্যআপা ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী জাগরনে অগ্রনী ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এমন প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সমাজে কুসংস্কার ভেঙে সবাইকে এগিয়ে যেতে হবে।

শেয়ার করুন:

Recommended For You