লোহিত সাগরে হুথি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (৪ জানুয়ারি) এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
হুথিদের আক্রমণ আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করছে। ফলে বড় শিপিং কোম্পানিগুলো নৌপথ এড়াতে বাধ্য হচ্ছে। তাই লোহিত সাগরে সামরিক ও পণ্যবাহী জাহাজের উপর ইরান-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীর ক্রমাগত হামলার জবাবে এই আক্রমণ করা হচ্ছে।
হামলার পরপরই হুথিগোষ্ঠীর শীর্ষ সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ‘হামলার জবাব হামলাতেই দেবো আমরা।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, “ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে মার্কিন-ব্রিটিশ জোটের বোমাবর্ষণ আমাদের অবস্থান পরিবর্তন করবে না। আমরা নিশ্চিত করছি যত মূল্যই দিতে হোক না কেন- গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এবং এর বাসিন্দাদের উপর অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।”
বুখাইতি আরো বলেন, ”আমাদের যুদ্ধ নৈতিক। আমরা যদি গাজায় নিপীড়িতদের সমর্থনে হস্তক্ষেপ না করতাম, তাহলে মানুষের মধ্যে মানবতা থাকত না। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের উত্তর দেওয়া হবে। হামলার জবাব হামলাতেই দেবো আমরা।”
এসব পাল্টা হামলার বিষয়ে স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘এটাই শেষ নয়। আমাদের বাহিনী আক্রান্ত হলে জবাব দেবে যুক্তরাষ্ট্র। এ ধরনের গোষ্ঠীগুলোর নতুন করে হামলা চালানোর সক্ষমতা কমানোর ক্ষেত্রে এসব হামলা কার্যকরী ভূমিকা রাখছে।’
খবর বিবিসি