
টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগত ধর্মপ্রাণ মুসল্লিদের ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয় তুরাগ তীর।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় এ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ব মানবতার কল্যাণ, ফিলিস্তিনের জনগণের জন্য রহমত এবং বাংলাদেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
ফজর নামাজের পর হেদায়াতি বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্বের শেষদিনের কার্যক্রম। এ সময় বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করেই তুরাগ তীরে ফজরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এর পর থেকেই মুসল্লিদের অপেক্ষা আখেরী মোনাজাতের জন্য। আশপাশের এলাকা থেকে মুসল্লিদের স্রোত আসতে থাকে তুরাগ তীরে। অন্যান্য মুরুব্বীদের পর তাবলীগ জামাতের কাকরাইল মারাকাজের সূরা সদস্য মওলানা মোহাম্মদ জুবায়ের সমাপনী বয়ান শুরু করেন মাওলানা জুবায়ের মুসল্লিদের মোনাজাতের জন্য প্রস্তুত হতে বলেন। শুরু হয় আখেরী মোনাজাত।
এদিকে ইজতেমা শেষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দিবাগত রাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গী স্টেশন রোড-কামারপাড়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
চারদিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমার এবারের আসর।