পাথরঘাটায় ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ

বরগুনা পাথরঘাটার নিশানবাড়িয়া ঘাট, ছনবুনিয়া, কালমেঘা, বাইনচুটকি ফেরীঘাট, কাকচিরা সংলগ্ন বিষখালী নদীতে অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে কোস্ট গার্ড।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে চরঘেরা জাল ৪০ হাজার মিটার ও কারেন্ট জাল ৪ লাখ ৭০ হাজার মিটার জাল জব্দ করে । জব্দকৃত ৫ লাখ ১০ হাজার মিটার জালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিন বলেন,মেরীন ফিশারী কর্মকর্তা রিয়াজ হোসেন, পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার জয়ন্ত কুমার অপু এর সাথে সমন্বয় করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

Recommended For You